নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা আসামিরা সোমবার (২৩ জানুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
এসময় জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন বাতিল হওয়া অন্য নেতাকর্মীরা হলেন- কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি তুহিন হোসেন, কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে মো. ইকবাল হোসেন, বড় খোরদো গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে মো. আমানুল্লাহ গাজী, চক জয়নগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে হাবিবুর রহমান, চক জয়নগর গ্রামের মশিয়ার রহমানের ছেলে রুবেল, নীলকণ্ঠপুর গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে সিদ্দিকুর রহমান, মানিকনগর গ্রামের মতিয়ার রহমান ছেলে আসাদুল ইসলাম আসাদ, নাকিলা গ্রামের নওশের আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ওফাপুর গ্রামের মৃত মোস্তাকের ছেলে মনিরুজ্জামান মনি, হামিদপুর গ্রামের মৃত শামসুজ্জামান হামিদীর ছেলে ইলিয়াস, তুলসী ডাঙ্গা গ্রামের মৃত নাসির উদ্দিন মোড়লের ছেলে ওসমান গনি, গতখালী গ্রামের নূর আলীর ছেলে আহম্মেদ আলী তুলসীডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইউনুস আলী ও ঝাঁপাঘাট গ্রামের মোবারক মোড়লের ছেলে আরিজুল হুসাইন।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।