ডেক্স রিপোর্টঃ
জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন সংগ্রামে তাদের অঙ্গ সংগঠন যুবদলের ভূমিকা বরাবরই ছিল চোখে পড়ার মতো। তবে এই সংগঠনের নলছিটি উপজেলা কমিটি দেওয়া হয়নি বিগত চার বছরেও, সর্বশেষ ২০১৯ সালে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছিল এর পর আর কোন কমিটি করা হয়নি। যার প্রভাব পরেছে কেন্দ্র ঘোষিত নলছিটি উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যার নজির দেখা গেছে বিগত ১৬ জানুয়ারী কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ এর দাম কমানোসহ ১০দফা দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশের নলছিটি উপজেলা বিএনপির কর্মসূচিকে ঘিরে। সেখানে নলছিটি উপজেলা বিএনপির ব্যানারে সামান্য কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। সেই মিছিলের ছবি সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও নলছিটি যুবদল পৌর কমিটির সাধারন সম্পাদক পদপ্রত্যাশী হাসিবুল হাসান সবুজ তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে দলীয় কর্মসূচি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। সেখানে হিমু সিকদার নামের একজন মন্তব্য করেন,“কিছু করার নাই সব জায়গায় ভাই কমিটি” আরেকজন লিখেছেন “যোগ্য নেতৃত্বের অভাব” এরকম বিভিন্ন মন্তব্য ছিল সেখানে। সেই সাথে প্রশ্ন উঠেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পদে থাকা নিষ্ক্রিয় নেতাদের দলীয় কর্মসূচিতে তাদের ভূমিকা নিয়েও। উপজেলা সাধারন সম্পাদক সেলিম গাজী তদবির ও লবিং করে বিভিন্ন গুরুত্বপূর্ন পদ নিজের আত্বীয়স্বজনদের জন্য বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যারা দলীয় কোন কার্যক্রমে অংশগ্রহনও করেন না। এ ব্যাপারে নলছিটি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী বলেণ,যারা সমাচোলনা করে তারা দলের কেউ না তাদের বিএনপিতে কোন পদও নাই, তাই তারা আমার পিছনে লেগেছে আর যেসকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। উপজেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা পলাশ সজ্জন বলেন, অনকেদিন ধরে কমিটি না থাকায় যুবদলের কার্যক্রম ঝিমিয়ে পরেছে তবে আশার কথা হলো কেন্দ্র থেকে দুই মাস আগে একটি তালিকা নেওয়া হয়েছে খুব শীঘ্রই কমিটি দেওয়া হবে। তাহলে নলছিটিতে যুবদল আরও সষ্ক্রিয় হবে বলে আমি মনে করি,সেই সাথে উপজেলা বিএনপির কার্যক্রমেও গতি আসবে। তবে কিছুটা হলেও ব্যতিক্রম রয়েছে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল,বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের উপজেলায় সরব উপস্থিতি দেখা যায়। উপজেলা স্বেচছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা বলেন,নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম যে কোন সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে। আমাদের বিভিন্ন ইউনিয়ন কমিটিগুলো দেওয়া শেষ হয়েছে।তাই আগামীতে স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে কেন্দ্রঘোষিত যে কোন আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা অগ্রনী ভুমিকা রাখবে।