শেখ মুহাম্মাদ আবু জাফর
২০ জানুয়ারি, ২০২৩ খ্রি. শুক্রবার সকালে নড়াইল জেলার সদর উপজেলার হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে ৭.৫ কেজি গাঁজা সহ নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর থানাধীন রাজেশপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মোঃ শাহাজালাল (২৪) এবং যশোর কোতয়ালী থানার সিটি কলেজপাড়া এলাকার মোঃ রাজ শিকদার এর ছেলে মোঃ রাব্বি শিকদার (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে জনাব সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসায়ের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এছাড়াও কুমিল্লা, কক্সবাজার, বাড্ডা এবং যাত্রাবাড়ী থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।