শেখ মুহাম্মাদ আবু জাফর
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামালহাট এলাকায় আজ শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩খ্রি. সকাল ৯ টায় একটি যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার ধনিয়ারকুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
দুর্ঘটনায় কমপক্ষে ১২ যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে যাত্রী নিয়ে বাসটি রংপুরের দিকে যাওয়ার পথে জামালহাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। ফলে সড়কের পাশে উল্টে পড়ে বাসটি। এতে যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহতদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।