ডেক্স রিপোর্টঃ
বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি এবং বাকেরগঞ্জ প্রেস-ক্লাবের প্রধান উপদেষ্টা মরহুম আবু জাফর ডাকুয়ার ২য় মৃত্যু বার্ষিকী ২০ জানুয়ারী আজ।
বাকেরগঞ্জ সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে তার প্রথম মৃত্যু বার্ষিকী আজ বাদ আছর বাইতুছ সালাম জামে মসজিদে (মহিলা মাদ্রাসা সংলগ্ন,টিএনন্টি সড়ক) তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। ২০২১ সালে ২০ জানুয়ারী বুধবার রাত ১টা ৩মিনিটের সময় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী সমস্যা,ডায়াবেটিকস ও প্রেশার জনিত কারনে মৃত্যু বরন করেন। এ সময় তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন। ছাত্র জীবনে তিনি মেধাবী হিসাবে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলায় অর্নাস সহ এম এ পাস করে পেশাগত জীবনে প্রথমে টাকায় একটি গার্মেন্সে চাকুরী শুরু করেন এরপর দুধলমৌ ফাজিল মাদ্রসায় পরে বাকেরগঞ্জ ইসলামীয়া মহিলা কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে সুনামের সাথে কর্মরত ছিলেন। পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তার হাতে বাকেরগঞ্জের বহু সাংবাদিকের হাতে খড়ি হয়েছে তিনি সদালাপী এবং হাস্যউজ্জল গুনের অধীকারী ছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার সহকর্মী,পরিবারবর্গ,আত্মিয় স্বজন,এবং সকল সাংবাদিকদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপুস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
আয়োজনে
জাকির জমাদ্দার
সভাপতি
বাকেরগঞ্জ সাংবাদিক ফোরাম ও
জাতীয় সাংবাদিক সংস্থার,পরিচালক স্বচ্ছ টিভি।
বাকেরগঞ্জ উপজেলা শাখা,বরিশাল।
০১৭১২-২৪৫৪৩৮