মোঃ শাকিল হাওলাদারঃ
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্ৰামে রাধা গোবিন্দ মন্দিরে পাকুরিতা হিন্দু ছাত্র সংসদ ও সনাতন গুরুকুল পাঠশালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ সময় হিন্দু সম্প্রদায়ের কিশোর কিশোরীদের গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ কারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বাবু দুলাল সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি বিশ্ব হিন্দু পরিষদ আগৈলাড়ার সদস্যবৃন্দ, পাকুরিতা শ্রী শ্রী দুর্গা ও রাধা গোবিন্দ মন্দির এর সভাপতি বাবু সন্তোষ কুমার বাড়ৈ, মিলন হালদার( এস আই) তৃপ্তি সরকার (অধ্যক্ষ) পাকুরিতা সনাতন গুরুকুল পাঠশালা। পাকুরিতা হিন্দু ছাত্র সংসদ এর সভাপতি হৃদয় হালদার, সাধারণ সম্পাদক লিমন। আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ রায়, তথ্য বিষয়ক সম্পাদক আলামিন বেপারী, আইটি সম্পাদক আশীষ কির্তুনিয়া। বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এর সদস্যবৃন্দ। সনাতনী সম্প্রীতি পরিষদ আগৈলঝাড়া শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃপ্তি রানী সরকার (অধ্যক্ষ) পাকুরিতা সনাতন গুরুকুল পাঠশালা।