শেখ মুহাম্মাদ আবু জাফর
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৭ গ্রাম হিরোইন, ১৪পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র রামদাসহ মোঃ নয়ন খান (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৮জানুয়ারি, ২০২৩ খ্রি.) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের নিজ বাড়ি থেকে নয়ন খানকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইউনুস আলী খানের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল রাতে দেউলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নয়ন খানকে নিজ ঘর থেকে ১৪ পিস ইয়াবা, ৭ গ্রাম হিরোইন ও একটি রামদা সহ হাতেনাতে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন এ বিষয়ে বলেন যে, আসামি নয়ন দেউলি আবাসনের একটি ঘর ব্যবহার করে মাদকের ব্যবসা পরিচালনা করতো। এর আগেও তাকে একাধিকবার আটক করা হয়েছিল। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেখ মুহাম্মাদ আবু জাফর
shekhabouzafor@yahoo.com