মোঃ আল আমিন সরদার খলিলি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন আংগারিয়া ইউনিয়নে বর্তমানে কুকুরের উপদ্রব বেড়েছে। পথে ঘাটে বেওয়ারিশ কুকুরের আক্রমণে আক্রান্ত হচ্ছে গরু ছাগল, হাঁস মুরগী সহ এলাকার নানা গবাদিপশু। শিশু কিশোররাও রেহাই পাচ্ছেনা এসব কুকুরের আক্রমণ থেকে। যারা গবাদি পশু পালন করেন তারা আতংকে দিন কাটাচ্ছে সব সময়। কুকুরের অত্যাচারে মাঠে ঘাটে গবাদি পশুকে ঘাস খাওয়াতে পারছি না।
যে কোনা সময় আসতে পারে বিপদ।
এলাকাবাসীর সুত্রে জানা যায় গত ১৫ তারিখ হিরা নামের এক ব্যাক্তির একটি ছাগল ছানা খেয়ে ফেলে কুকুর। গত ১৮ তারিখে আল-আমীন নামের এক লোকের একটি ছাগলকে কামর দিয়ে ২টি দাঁত বসিয়ে দেয় এবং ১০/১২ টা কুকুর মিলে বাছুর এবং গরু অ্যাটাক করে। এলাকায় কুকুরের এত উপদ্রব যে, ছোট ছোটো শিশুদের নিয়েও আতঙ্কে দিন কাটাচ্ছে অভিভাবক মহল।