রাজবাড়ীর সদর উপজেলার বিউটি বেগম (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বার্থা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জেরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল লতিফ কাজী তার স্ত্রী বিউটি বেগমকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. রেজাউল করিম যুগান্তরকে বলেন, নিহত বিউটি বেগমের সন্তানের সঙ্গে কথা হওয়ার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামীকে দ্রুত সময়ে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।