মরা গরুর মাংস বিক্রির জন্য ফতুল্লায় কসাই গ্রেফতার
হেলালী জাহান শিরিন
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে আব্দুল হালিম (৫৫) নামে এক কসাইকে গআটক করেছে পু্লিশ। মঙ্গলবার দুপুরে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঢালীপাড়া বাজার থেকে মাংসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার মৃত সাইজদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একটি অসুস্থ গরু দোকানে আনেন কসাই আব্দুল হালিম। পরে ওই গরুটি মারা যায়। গরুটি অন্যত্র ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন তিনি। অবশ্য আবদুল হালিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সামছুল জানান, জরুরি নাম্বার ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন শত শত লোকের তোপের মুখে কসাই আব্দুল হালিম। তখন তাৎক্ষণিক তাকে আটক করে প্রায় ২০ কেজি মাংসসহ থানায় নিয়ে আসা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।