হেলালী জাহান শিরিন
কুমিল্লা জেলার তিতাস উপজেলার বহুল আলোচিত যুবলীগ নেতা জহির হত্যা মামলার অন্যতম আসামি মোঃ স্বপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে আজ বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্বপন মিয়া তিতাস উপজেলার মানিক কান্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে।
জহির হত্যা মামলার আসামি স্বপন ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের সময় তার পাসপোর্টটি ইমিগ্রেশন ডেটাবেজে কালো তালিকাভুক্ত দেখায়। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তার বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর তিতাস থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিনি সেই হত্যা মামলার অন্যতম আসামি।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, আটক ব্যক্তি ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, “যুবলীগ নেতা জহির ইসলাম হত্যা মামলার তিন নম্বর আসামি স্বপনকে রাতে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হেফাজত থেকে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”