হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরুর পর হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে বরিশাল। অন্য দিকে ছন্দে থাকা বরিশালকে হারিয়ে আসরে তৃতীয় জয়ের লক্ষ্য রংপুরের।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলতে নামবে বরিশাল ও রংপুর। মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬ উইকেটে হেরে বিপিএল শুরু করেছিলো বরিশাল। শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েনি বরিশাল। পরের তিন ম্যাচই জিতে নেয় তারা। রংপুরকে ৬ উইকেটে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারায় বরিশাল।