শেখ মুহাম্মাদ আবু জাফর
শরীয়তপুরের জাজিরা মহাসড়কে ট্রাকের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬জন নিহত হয়েছে।
পটুয়াখালী জেলার বাউফলের অসুস্থ জাহানারা বেগমকে চিকিৎসার উদ্দেশ্যে স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শরীয়তপুরের জাজিরা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে মুহূর্তেই এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং অসুস্থ জাহানারা বেগম সহ ৬ জন নিহত হয়।।
নিহতরা হলেন জাহানারা বেগম (৫৫) তাঁর মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩২), তাঁদের স্বজন ফজলে রাব্বী (২৮), নবচেতনা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহযোগিতায় গাড়ীটি জব্দ করে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করেছে।