শেখ মুহাম্মাদ আবু জাফর
বাংলাদেশ দণ্ডবিধিতে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ডের যে বিধান রয়েছে তা বাতিল করা উচিৎ। আশাকরি তাহলে ভবিষ্যতে বিচারিক ভুলে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আর কোনো নিরপরাধ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করার বীভৎস ইতিহাস সৃষ্টি হবেনা।
“হাজারো অপরাধী মুক্তি পাক তবুও কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়” — আইনের এ মূলমণ্ত্র প্রতিষ্ঠিত হোক।
মনে রাখতে হবে, আইন মানুষের কল্যাণের জন্য, আইনের যাঁতাকলে মানুষ পিষ্ট হওয়ার জন্য নয়। জয় হোক মানবতার।