খোকন আহমেদঃ
পটুয়াখালী বাউফল উপজেলা ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ‘যুবলীগ’ স্বেচ্ছাসেবক লীগ,মহিলাযুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমন্বয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় ধূলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এই সবার আয়োজন করা হয় এবং দুপুরের খাবারের পর এ সভার কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ১০ম সংসদের চীপ হুইপ জনাব অসম ফিরোজ এমপি মহোদয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিশু আক্তার ধুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান রব সহ বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাজাহান ঢালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ মনির মোল্লা উপজেলা সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান নাজিরপুরের ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ধূলিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক,জোবায়েত পারভেজ ছাত্রলীগের সভাপতি তানজিল খলিফা।
বাউফল উপজেলার অঙ্গ সংগঠনের নেতা কর্মী উক্ত সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জোবায়েত পারভেজ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়দুজ্জামান পরাগ জেলা পরিষদের সাবেক সদস্য জনাব মোঃ জহির উদ্দিন বাবুল সহ অন্যান্য নেতা কর্মীর বক্তব্যে বলেন আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে পুনরায় আবার সরকার গঠন করতে চান।
স্বাগত বক্তব্য রাখেন ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির
প্রধান অতিথির বক্তব্যে বলেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যা কিছু উন্নয়ন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের অবদান এই উন্নয়নের ধারাবাহিকতায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাউফলে সুষ্ঠ সুন্দর রনিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করবে