শেখ মুহাম্মাদ আবু জাফর ঃ
বাংলাদেশের সকল বিচারক, আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ১১ নির্দেশনা জারি করেছেন।
মাননীয় প্রধান বিচারপতির উদ্বেগ ও জরুরী নির্দেশনা
===============================
বাংলাদেশের সকল বিচারক, আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আজ ১১ দফা নির্দেশনা জারি করেছেন।
(ক) আদালত ও বিচারকগণের বাস ভবনের সীমনা প্রাচীর সুসংহত করা,
(খ) আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাহিরে সিসিটিভি স্থাপন করা,
(গ) আদালত ভবনের বাইরে ও ভিতরে নিরাপত্তা প্রহরী দ্বারা সার্বক্ষণিক পাহারা দেয়া,
(ঘ) আদালত ভবনের দরোজা ও জানালাগুলি গণপূর্ত বিভাগ কর্তৃক পরীক্ষা করে গ্রীল আরও মজবুত করা এবং ভঙ্গুর দরোজা ও জানালাগুলি নতুন করে প্রতিস্থাপন করা,
(ঙ) আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা,
(চ) মামলা সংশ্লিষ্ট নথিপত্রের নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা,
(ছ) আদালতে ব্যবহারের নিমিত্ত মানসম্মত ফার্নিচার / লকার নিশ্চিত করা,
(জ) আদালত সীমানার চারিদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা,
(ঝ) জরুরী ভিত্তিতে সারাদেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার করা,
(ঞ) অবকাশ কালীন সময়ে আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করা,
(চ) প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালীন সময়ে পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থাকরা।