ডেস্ক রিপোর্টঃ
নলছিটির দপদপিয়া উত্তর জুরকাঠি গ্রামে পূূর্ব শত্রুতার জের ধরে শিশু ও নারী সহ ৫ জন’কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন, আজ সোমবার (১৬ ই জানুয়ারি ) দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষতিগ্রস্থ মোঃ কবির হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে পার্শ্ববর্তি বাড়ীর গিয়াস খান, কবির হাওলাদারের পুত্র ফাহিম (৮) কে স্কুলে যাওয়ার পথে ব্যাপক মারধর করে। ছেলেকে বাঁচাতে কবির হাওলাদার ও তার স্ত্রী জেসমিন বেগম ও তার স্বজনরা দৌড়ে ঘটনা স্থলে আসলে গিয়াস খান, মাইনুদ্দিন খান, আজিজ খান ও শাকিল লোহার রড, ছুরি ও লাঠি সোটা নিয়ে কবির হাওলাদার ও তার পরিবারের লোকজনকে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান।
নলছিটি থানার অফিসার মোর্শেদ আলম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে, তদন্ত পূর্বক শ্রীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।