“যুগ যায় শতাব্দী পার হয় : ভাগ্যের পরিবর্তন হয়না শুধু আসমানীদের”
পল্লী কবি জসীমউদ্দিনের আসমানীর সন্তান এখন ভিক্ষা করে।
আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমুদ্দীর ছোট্ট বাড়ী রসুলপুরে যাও।
পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতা শোনেননি এমন বাঙালি মনেহয় খুঁজে পাওয়া ভার। ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলপুর গ্রাম। এখানেই বাংলা সাহিত্যের বিখ্যাত আসমানী কবিতার আসমানীর বাড়ি। আসমানীর ছেলে আশরাফুল ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কর্মক্ষমতা হারায়। তৎকালীন ইউপি চেয়ারম্যান তাকে পঙ্গু ভাতা দিয়ে সহায়তা করেন। কিন্তু বর্তমান চেয়ারম্যানের সময়ে অজ্ঞাত কারনে তার পঙ্গু ভাতা বন্ধ হয়ে গেলে আশরাফুলের জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়ে। তাই নিরূপায় হয়ে আশরাফুল এখন ভিক্ষা করে। আশরাফুলের মতো অসহায়দের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ রইলো।
শেখ মুহাম্মাদ আবু জাফর
shekhabouzafor@yahoo.com