শেখ মুহাম্মাদ আবু জাফরঃ
ভাঙ্গা – পদ্মাসেতু মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সচেতন হোন
আস সালামু আলাইকুম। বাকেরগঞ্জ থেকে মামুুন পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছি। রাত দশ টায় ভাঙ্গা পার হয়ে একটু সামনে এগোতেই বাম পাশ থেকে দুষ্কৃতকারীরা পাথর ছুঁড়লে জানালার গ্লাস ভেঙ্গে পাথরটি একজন যাত্রীর মাথা ফেটে মারাত্মক আহত হয়। অন্য যাত্রী রাও জখম হয়। বাসটি একটু সামনে অগ্রসর হয়ে প্রথম টোল প্লাজায় (মালিগ্রাম) থামিয়ে মারাত্মক ভাবে আহত যাত্রীকে একটি ফার্মেসিতে নিয়ে মাথায় সেলাই দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখ্য যে, আমাদের বাস ছাড়ার আগ মুহূর্তে আরেকটি বাস এসে থামলো তাদেরও একই অবস্থা।
আহত যাত্রীরা বাংলাদেশের হাই সিকিউরিটেড মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।