ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কোর্টের নিষেধাজ্ঞা কে অমান্য করে প্রায় ৫০টি সুপারি গাছ কর্তন করে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা করেন মো. আশ্রাফুল আলম (সবুজ) গংরা। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন। ১২ জানুয়ারী, বৃহস্পতিবার সকালে বোরহানগঞ্জ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এ ঘটনা ঘটে।
মো. শাজাহান হাওলাদার (৪৮) জানান, পক্ষিয়া মৌজার এস.এ ৬৪৩ নং খতিয়ানে বাবার ওয়ারিশ সূত্রে ১০৭৮২ নং হাল দাগে ৪০/৪৫ বছর যাবত ঘর ও বাগান সহ ৭০ শতাংশ জমি ভোগ দখলে আফণ। বর্তমানে আমাদের নামে বি.এস ৫৭৬ খতিয়ান হয়। গত এক হতে দের বছর যাবত আমাদের চাচাতো ভাই আশ্রাফুল আলম (সবুজ) গংরা এখানে জমি পাওয়ার অজুহাতে নানা ভাবে আমাদেরকে হয়রানী করছে। জোর পূর্বক রাতে আধাঁরে টিন দিয়ে আমাদের ঘরের সামনে এবং পিছনে ছোট দুইটি ঘর বানিয়েছে। এরপর ভোলা বিজ্ঞ কোর্টে একটি এমপি মামলা দায়ের করি। যার মামলা নং ৫৮১/২২। ওই মামলার আলোকে ১৪৪/১৪৫ ফৌজদারী কার্যবিধিতে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। ওই নির্দেশ কে অমান্য করেন আশ্রাফুল আলম সুবজ, হুমায়ুন কবির, মো. ইব্রাহীম, মো. সোহাগ, মো. স¤্রাট, মো. শাখাওয়াত হোসেন সহ ১০/১২ জনের একটি গ্রæপ দেশীয় লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা হতে আমাদের বাগানের প্রায় ৫০টি সুপারি গাছ কর্তন করে ফেলে। আমরা বাধাঁ দিতে আসলে আমাদের কে মারধর করতে আসে। পরে বোরহানউদ্দিন থানা কে অবহিত করলে এএস.আই সরোয়ার বশির পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধন করেন।
তিনি আরও জানান, ওরা আমাদের ওয়ারিশ তারা ৩৭১ খতিয়ানে ৪০ হতে ৪৫ বছর যাবত ঘর বাড়ী করে আমাদের জমিতে ভোগ দখলে আছে ওই জমি তাদের নামে বি.এস হয়েছে। আমরা এ খতিয়ানে ভোগ দখলে আছি আমাদের নামে এই খতিয়ানে বি.এস হয়েছে। ওরা যদি এ খতিয়ানে নিতে চায় আমরা দিতে চাই তবে আমাদের যেই জমিতে ওরা ভোগ দখলে আছে আমাদের কে ওই জমি ছাড়তে বললে তারা তাতে রাজি হয় না, সেখানে ঘর বাড়ী বানিয়ে ভোগ দখলে আছে। আবার আমাদের দখলীয় জমিতে ফলন দেয়া সুপারি গাছ জোর পূর্বক কর্তন করে জবর দখল নিতে চায়। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এব্যাপারে আশ্রাফুল ইসলাম সবুজ এর ভাই মো. হুমায়ুন কবির এর সাথে আলাপকালে তিনি জানান, এ খতিয়ানে আমার বাবা আমাদের কে দলিল দিয়ে গেছে। আমরা দলিল মূলে মালিক। সেই জমি’র কিছু গাছ কর্তন করেছি। এ জমি ছাড়াও তারা আরও কিছু জমি আমাদের ভোগ দখল করছে।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মো. মনির হোসেন মিয়া জানান, গাছ কর্তনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। উভয় পক্ষকে তাদের কাগজ পত্র নিয়ে আসতে বলেছি। কাগজ পত্র না দেখে কোন কিছু বলতে পারবো না।