এস এম নওরোজ হীরা বরিশাল
পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থা এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে বরিশাল নগরীর ভটার খাল ডিসি ঘাট এলাকার রিভারভিউচাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল শহরের ভাসমান পথশিশু দের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র জাম্পার এবং সোয়েটার বিতরন করা হয়।
পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বরিশালের কথার যুগ্ম সম্পাদক এবং পরানের বরিশালের আজীবন সদস্য কে এম এনায়েত হোসেন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার এএসআই এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০ ন ওয়ার্ডের বিট অফিসার রুমা পারভিন, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী আতিকুল ইসলাম, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির বরিশালের প্রোগ্রাম অফিসার নাঈমুল ইসলাম নাঈম, হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ রিপোর্ট বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক মৃধা বরিশাল বিভাগীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন প্রমূখ।
বরিশাল শহরের ঘাট টিনার খাট নামার চর, ভাটার খাল, কেডিসি, পোর্ট রোড এলাকার পথ শিশুদের মাঝে সোয়েটার এবং জাম্পার বিতরণ করা হয়। ছয় মাস বয়স থেকে ১২ বছর পর্যন্ত পথ শিশুদের মাঝে শিত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিবন্ধী পঙ্গু সহ বিভিন্ন শ্রেণীর শিশুদের মাঝে বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রানের বরিশালের সভাপতিএস এম নওরোজ হীরা। ৮০ জনপথ শিশুদের মাঝে সোয়েটার এবং জাম্পার বিতরণ করা হয়।