মশিউর রহমানঃ
আর্ত মানবতার সেবায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক’এই ব্রত নিয়ে বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর আউটলেট এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। মঙ্গলবার ১০ জানুয়ারি সকাল ১০ টায় অাউটলেট কার্যালয়ে ব্যাংক এজেন্ট মোঃ অাশিকুর রহমান এর নেতৃত্বে এবং আউটলেট ম্যানেজার মোঃ মিজান এর উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার মোঃ রাকিব খান এবং টেলার মোঃ আল-আমিন।
আউটলেট ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। অাল অারাফাহ্ ইসলামি ব্যাংক ১৯৯৫ সালে যাত্রা শুরু করে এবং পেয়ারপুর বাজার আউটলেট শাখাটি ২০২১ সালের ১১ই মার্চ অানুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই এজেন্ট শাখায় প্রায় ২ হাজার গ্রাহক রয়েছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতি বছরই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এ ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে।