ডেক্স রিপোর্টঃ
সামাজিক সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন পরানের বরিশাল মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন এলাকার খ্রিস্টান বাস্তহারা কলোনিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরানের বরিশাল সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালকজাবির আহমেদ, দৈনিক বরিশালের কথার যুগ্ম সম্পাদক বরিশাল শহীদ আব্দুর রব সের নিয়াবাত প্রেসক্লাবের সদস্য কে এম এনায়েত হোসেন, বিসমিল্লাহ অ্যান্ড প্যাকেজিংয়ের স্বত্বাধিকারী নাজমুন নাহার রিনা বরিশাল জেলা আঞ্চলিক তথ্য অফিসের মোহাম্মদ আবুল বাশার ও মাকসুদুর রহমান বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক দানিয়েল পুস্ত, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রনজিত মল্লিক,। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্রিস্টান হিন্দুবৌদ্ধ যুবঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস, হিন্দু বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিং। হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ রিপোর্টের সহ-সভাপতি বরিশাল বিভাগের মোহাম্মদ নুরুল হক, ক্রাইম ওয়াচ রিপোর্ট বরিশাল বিভাগের দপ্তর সম্পাদক রুহুল আমিন, আগৈল ঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, কর কমিশনের আতিকুর রহমান , অ্যাডভোকেট পপি বোস, পায়েল এন্টারপ্রাইজের পরিচালক এমডি পায়েল হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি সিটি কর্পোরেশনের ১১ নম্বর কাউন্সিলর মজিবুর রহমান অল্প সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরানের বরিশালের সহ-সভাপতি এ কে এম জহির। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গীতা পাঠ,বাইবেল পাঠ করা হয়। এরপর শুরু হয় জাতীয় সংগীত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আমন্ত্রিত সকল অতিথিদেরকে এসো হে অতিথি গানের মাধ্যমে পরানের বরিশালের ৬ জন সদস্য সুসজ্জিত সাজে ফুল ছিটিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে বরণ করে নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক কে এম এনায়েত হোসেনকে পরানের বরিশালের আজীবন সদস্য সম্মামনা সনদ প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি সভাপতি, সম্মানিত অতিথিদেরকে পরানের বরিশালের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরানের বরিশালের সদস্য ঐশী, রিয়া মনি, শর্মী এবং শ্রেয়ার উদ্বোধনী নৃত্যটি ছিল মনমুগ্ধকর। এনায়েত হোসেনকে সংগঠনের পক্ষ থেকে আজীবন সদস্য সম্নামনা সনদ প্রদান করেন পরানের বরিশালের নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরা, রিয়া মনি, প্রথমা, জেসিকা সোনিয়া, সিলভিয়া, সপ্না, শ্রেয়া,দীপ্তি, মুক্তা, শর্মী । এ সময় পরানের বরিশালের সকল সদস্য সদস্যা এবং শুধিবৃন্দ ও উপস্থিত অতিথি মুহুমুহু করো তালির মাধ্যমে কে এম এনায়েত হোসেনকে স্বাগত জানান। বরিশাল নগরীর ক্রিস্টান বাঁস্তোহারা কলোনির জনগোষ্ঠী এবং
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য এবং সংগীত পরিবেশন করেন প্রথমা শারমিন জেসিকা, স্বপ্না,শর্মি, মেঘলা এবং বৈচিত্রময় জনগোষ্ঠীর পক্ষ থেকে ববি। জয় বাংলা বাংলার জয় সপ্নার এই নাচটি ছিল মনে রাখার মত। পরানের বরিশাল মানবকল্যাণ সংস্থার মন মুগ্ধকর অনুষ্ঠান দেখে বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিং এবং বিসমিল্লাহ পলিমার এন্ড প্যাকেজিং এর স্বত্বাধিকারী নাজমুন নাহার রিনা পরানের বরিশালের আজীবন সদস্য হবর কথা ঘোষণা দেন।