আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে রবিবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬৫মন ধানসহ দুটি ঘড় পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ঘড় মালিকের।
জানা গেছে, রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় কলাগাছিয়া গ্রামের এ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লার ঘড় থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পাশের মবিন মোল্লার ঘড়ে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৬৫ মন ধানসহ ২টি ঘড়ের সকল মালমাল পুরে ছাই হয়ে যায়।
ঘড় মালিক এ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লা জানান, অগ্নিকান্ডে আমার এবং আমার চাচা মবিন মোল্লার ঘড় দুটি পুরে ৬৫ মন ধানসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।