অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি শনিবার বলেছেন, আমরা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নতুন খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিয়েছি। আমরা বিশ্বকাপের জন্য কম্বিনেশন চূড়ান্ত করতে অধিনায়ক বাবর আজমকে প্রচুর বিকল্প খেলোয়াড় দিতে চাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে দুটি ম্যাচেই ড্র করে স্বাগতিক পাকিস্তান। সোমবার থেকে কিউইদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ন্যাশনাল ব্যাংক ক্রিকেট এরিনায় (এনবিসিএ) ৯, ১১ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির ও উসামা মীর।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি ও ব্লেয়ার টিকনার।