কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ গ্রাম হেরোইনসহ রনি হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মহিপুর থানা পুলিশ রনিকে গ্রেপ্তার করে। ধৃত রনির বাড়ি বরগুনা জেলার ফুলঝুড়ি এলাকায়। সে আলীপুর মৎস্য বন্দরে একটি ভাড়া বাসায় থাকে।
কলাপাড়া থানা থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।