সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী,প্রক্তন বরিশাল জেলা বিএনপি সভাপতি ও ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এ.এইচ এম সালেহ আহম্মেদ,মহানগর বিএনপি সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেহ, সাবেক বরিশাল বিসিসি মেয়র আহসান হাবিব কামাল,সাংবাদিক মীমনিরুজ্জামান, সাংবাদিক লিটন বাসার সহ বরিশাল বিএনপির রাজনীতি অঙ্গন থেকে চির বিদায় নেয়া নেতৃবৃন্দের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দীর্ঘদিন পর নতুনকরে বরিশালে রাজনীতির কর্মসূচি কার্যক্রমে পা রাখলেন সাবেক বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড,নজরুল ইসলাম খান রাজন।
আজ শুক্রবার (৬ই) জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে রানৈতিক কর্মসূচি শুরু করে।
এরপরই নগরীর মুসলিম গোরস্তান ও বিভিন্ন কবরস্থানে গিয়ে চির শায়িত বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল,এ.এইচ.এম সালেহ আহম্মেদ,এ্যাড, সৈয়দ শাখাওয়াত হোসেন জুম্মান,সাবেক মহানগর সাধারন সম্পাদক এ্যাড,কামরুল আহসান শাহিন, মনিরুল আহসান মনির,মাহবুবুল আলম মেহেদী,সাহেদ আকন সম্্রাট,মশিউল আলম সেন্টু,এ্যাড,পারভেজ আকন বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা বজলুর রসিদ বাচ্চু,সাবেক বরিশাল পৌর চেয়ারম্যানআলহাজ গোলাম মাওলা,সাংবাদিক মীর মনিরুজ্জামান,সাংবাদিক লিটন বাসারের কবর জিয়ারত করা সহ বরিশালের বাহিরে যারা চির শায়িত হয়ে আছেন মাহমুদ গোলাম সালেক,অধ্যাপক আবুল কাসেম মোঃ শাহজাহান সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিশিষ্ট ব্যাক্তিদের জন্য জুম্মাবাদ তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় নজরুল ইসলাম খানের সাথে আরো যারা উপস্থিত ছিলেন,বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাড,সাদিকুর রহমান লিঙ্কন,মৎস্যজীবী দল মহানগর সভাপতি রুস্তুম মল্লিক,মিজানুর রহমান মিলু,গোলাম সরোয়ার মজনু,এ্যাড,তছলিম উদ্দিন,মাহমুদ সরোয়ার বাপ্পি,সাইদুল ইসলাম সাবু,মোঃ কবিরুল ইসলাম সরনাবাদ,খান মোঃ মামুন,মিজানুর রহমান আলাল,আনোয়ার জমাদ্দার,মির্জা রেজাউল ইসলাম সহ বিএনপির বিভিন্ন প্রর্যায়ের দলীং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
এসময় এ্যাড, নজরুল ইসলাম খান রাজন বলেন আজকে আমার এসময়ের জাতীয়তবাদী দল বিএনপির জৈষ্ঠ ও সহযোদ্ধা এবং তরুন দলীয় নেতৃবৃন্দের কবর জিয়ার ও তাদের রুহের মাগফেরাত কমনা করার মধ্যে দিয়ে বরিশালের মাঠিতে নতুন করে কার্যক্রম শুরু করার পাশাপাশি বিএনপির সকল কর্মসূচি সুন্দর সফলতার সকল কাজেই তিনি থেকে দলকে সামনের দিকে আরো বেগবান করার প্রত্যাশা কামনা করেন।