বিএম রেজাউল //
গতকাল মাগরিব বাদ হাফেজি মাদ্রাসা কক্ষে ছবকে একতেদাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাকেরগঞ্জ হাফিজয়া মাদ্রাসার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিজ্জামান রিপন, হাফেজি মাদ্রাসা কমিটির আহবায়ক আঃ ছত্তার ঢ়াড়ি, হাফেজি মাদ্রাসা পরিচালক ও শিক্ষক মুফতি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, ইউসুফ আলী মাষ্টার, সাংবাদিক বিএম রেজাউল সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। ছবক অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় ছাত্রদের থাকা ও খাওয়ার মান বৃদ্ধি, নিয়মিত চিকিৎসা সেবা প্রদান সহ প্রতিষ্ঠানের আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরও কাজ করার বিষয় তুলে ধরা হয়।
ছবক প্রদান করেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। বছরে শুরুতে নতুন ৮ জন ছাত্র নিয়ে ছবক অনুষ্ঠিত পরিচালিত হয়।