চট্টগ্রাম মহানগরী থেকে দুই কেজি গাঁজাসহ নাসিমা খাতুন ওরফে রোজী (৫৬) নামে এক নারী ‘মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানাধীন আসকার দীঘিপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোজী ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের স্ত্রী।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসিমা খাতুন রোজীকে গ্রেফতার করা হয়েছে। তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি গাঁজা।
রাতেই তার বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।