চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চকঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও মোবাইলফোন উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত ১টার দিকে হঠাৎ আব্দুল সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ককটেলের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
আব্দুস সালামের ছেলে মেসার্স মুনিয়াত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. আব্দুল মমিন শাহীন বলেন, রাতেই ককটেল ও মোবাইলফোন উদ্ধার করে থানা পুলিশ নিয়ে যায়। বাসার চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজেও ককটেল হামলা করে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট দেখা যাচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ চৌধুরী বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।