ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় ক্ষমতায় রাখতে নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
২৯ ডিসেম্বর সকালে নিজ বাসভবনে তজুমুদ্দিন উপজেলা মহিলালীগ নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি শাওন এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নিজেদের স্বার্থরক্ষায় কোন প্রকার গ্রিপিংয়ে না জড়িয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে।
এর পূর্বে তজুমুদ্দিন উপজেলা মহিলা লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলার নেতৃত্বে এমপি শাওন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।