চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার জয়রামপুরে হাত ও পা বাঁধা মাহিন খান (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে জয়রামপুর গ্রামের কাঁঠালতলার একটি লেবু বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
মাহিন রাজবাড়ী জেলার পাংশা থানার রঘুনাথপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে ও আজিজপুর হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলায় এক ব্যক্তির লেবু বাগানে হাত-পা বাঁধা একটি শিশুকে দেখতে পান স্থানীয়রা। তারা দামুড়হুদা মডেল থানায় খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা থানার এসআই শেখ তৌহিদুর রহমান মাহিন খানকে (১২) উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৌহিদুর রহমান বলেন, সকালে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় রাস্তার পাশে হাত-পা বাঁধা একটি শিশুকে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রকৃত কারণ জানা যাবে।