বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বারহাজার গ্রামের মৃত মকবুল তালুকদারের ছেলে আকবর তালুকদার (৫৪), একই গ্রামের মৃত মহসিন তালুকদারের ছেলে শাহ আলম তালুকদার, মৃত আবু বকর সন্যামতের ছেলে খলিল সন্যামত (৬৪) এবং বাহাদুরপুর গ্রামের নির্মল পান্ডের ছেলে অয়ন পান্ডে (২১)।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদেরকে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।