হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে ধান, নদী ও খালের বরিশাল। চলতি মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় আমনের বাম্পার ফলন পেয়েছে চাষীরা। পাশাপাশি বাজারে ধানের দাম ভালো পাওয়ায় খুশি এ অঞ্চলের কৃষক।
বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর রশিদ জানিয়েছেন, বিভাগের ছয় জেলা পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা ও বরিশালে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল উৎপাদন হয়েছে। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার বরিশাল জেলায় ৫৭ হেক্টর জমিতে ফসল বেশি হয়েছে। জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ৫৭ হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। অপরদিকে বরিশাল বিভাগে এবার ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।