মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়ে হাজতবাসের পর জামিনে ছাড়া পেয়ে ফের সক্রিয় হয়ে উঠে মাদক ব্যবসায়। এমন ৬ মাদক ব্যবসায়ীকে সাত লাখ ৩০ হাজার টাকার হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দিবাগত মধ্যরাতে সদর ও সাটুরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার চরমত্ত এলাকার মৃত সবদর আলীর ছেলে মো. আতাউর রহমান (৫০), একই এলাকার মৃত খোয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪০), একই উপজেলার উচুটিয়ার ঝুকুরিয়া এলাকার মৃত ছামির হাসানের ছেলে সাব্বির হাসান (৩২) ও আব্দুল বাতেন মিয়ার ছেলে খোকন মিয়া (২৮)।
এছাড়া ঘিওর উপজেলার চর বাইলজুরী এলাকার মনির খান (৩১) এবং সাটুরিয়ার রাইল্যা মধ্যপাড়ার মৃত নছিমুদ্দিনের ছেলে মো. সৈয়দ আলীকে (৩৩) আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার উচুটিয়া ও চরমত্ত এবং সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে আদালতে একাধিক মাদক মামলা চলমান আছে। জামিনে এসে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছে তারা। আটককৃতদের বিরুদ্ধে সদর ও সাটুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।