চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ফরিদাবাদ ৭নং ওয়ার্ডে জোরপূর্বক ঘর উত্তোলন করার অভিযোগ রয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় ৮জন আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে সরোয়ারের রেকর্ডীয় সম্পত্তি ও বসতঘরটি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা চালায় ইব্রাহীম ও কালুগংরা। জমি ও ঘরমালিক সরোয়ার ও মনিরগংরা বাঁধা প্রদান করলে তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। এতে মনির(৪৪), শিরিনা (২২), ইউসুফ(২৬), হোসনে আরা (৪৫), লিমা (১৫), সরোয়ার(৫০), ও রুমা (২৬) দেশীয় অ¯্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
এই ব্যপারে দুলারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।
দুলারহাট থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।