বরিশালে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানা বাজারে অভিযান চালিয়ে বাপ্পি আকন (হৃদয়) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। হৃদয় বরগুনা জেলার মৃত: মোকলেছ আকনের ছেলে।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ নাগের নেতৃত্বে অভিযানে অংশ নেয় এস আই সুজিত, মোস্তাফিজ, হান্নান, এএস আই নবকুমার, কামরুল সহ সঙ্গীয় ফোর্স।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ নাগ জানান,’গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় নামে এক যুবককে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।’
গ্রেফতার হওয়া ওই যুবকের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কাউনিয়া থানার এই কর্মকর্তা।