অনলাইন ডেস্কঃ
রাজধানীর শাহআলী এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. শাফি শাহরিয়া গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে শাহআলী থানাধীন নবাবের বাগ এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী শাফি শাহরিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাফি বরিশালের কোতয়ালী থানার দক্ষিণ রুপাতলী গাজী বাড়ির মো. তৈয়ব আলী গাজী ছেলে।
তিনি জানান, গত ২১ নভেম্বর একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। মামলার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে গা-ঢাকা দিয়ে আসছিলেন তিনি।
গ্রেফতার আসামিরর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।