ঝালকাঠি প্রতিনিধিঃ
কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে “কমিউনিটি ডায়ালগ” অনুষ্ঠিত। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা তথ্য অফিস।
জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেছেন।
এসময় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং সহ সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম বক্তব্য দিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷