নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরে অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলসহ তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে নগরের গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছেন, অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, খাবার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অসঙ্গতি, নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ প্রচেষ্টার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রতিষ্ঠান তিনটি হলো—দধিঘর, হোটেল আল-জামিয়া ও হোটেল ওয়াজেদিয়া।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযানে বরিশাল সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।