স্পোর্টস ডেস্কঃ
বিপিএলের আগামী মৌসুমে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার কুশল পেরেরা। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল পেইজ থেকে এই বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
গত আসরের মত এবারও বরিশালের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব বাদেও বিদেশি অনেক নামিদামি ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে বরিশাল। টি-টোয়েন্টির ফেরিওয়ালা বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকে দলে নিয়েছে বরিশাল। এছাড়া আরেক ক্যারিবিয়ান রাহকিম কর্নওয়ালকেও দলে বরিশাল। পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদকেও দেখা যাবে বরিশালের জার্সিতে। আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার রহমানউল্লাহ গুরবাজকেও দলে টেনেছে ফরচুন বরিশাল।
গত আসরেও বিপিএলে অংশ নিয়েছিল বরিশাল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে উঠেছিল ফাইনালেও। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় শিরোপাটা আর জেতা হয়নি। বরিশালকে হারিয়ে তৃতীয় বারের মত বিপিএলের শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছিল বরিশাল।
টি-টোয়েন্টি ক্রিকেটের বেশ নামডাক সম্পন্ন এক ব্যাটার কুশল পেরেরা। শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে ৫৯ ইনিংস খেলে ২৬.৫৩ গড়ে ১৫৩৯ রান করেছেন পেরেরা। স্ট্রাইকরেটটাও বেশ ভালো, ১৩১.৩১! এর আগেও বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন তিনি। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন নিয়মিতই। বাংলাদেশের বিপক্ষে পেরেরার পারফরম্যান্সও দারুণ। ওপেনিংয়ে নেমে দলকে বিস্ফোরক শুরু এনে দিতে সক্ষম পেরেরা। বরিশালের দলে গেইল, গুরবাজদের সাথে এবার দলে যুক্ত হলেন পেরেরা। ওপেনিং নিয়ে সম্ভবত এখন বেশ নির্ভারই থাকবে দলটি। এমন বিস্ফোরক ওপেনাররা হয়ত প্রতি ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দিতেই চাইবেন।
কুশল পেরেরা। ছবিঃ গেটি ইমেজস
কোচিং স্টাফের ক্ষেত্রে বরিশাল এবার আস্থা রেখেছে দেশি কোচে। প্রধান কোচ হিসেবে দেখা যাবে দেশের তুমুল জনপ্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিমকে। এছাড়া সহকারী কোচ হিসেবে থাকবেন দেশের আরেক বিখ্যাত কোচ মিজানুর রহমান বাবুল।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ারস ড্রাফট। তবে এর আগেই দলগুলো দল গোছানো শুরু করে দিয়েছে। দেশি একজন ক্রিকেটারের পাশাপাশি বিদেশি নামিদামি অনেক ক্রিকেটারকেই দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আসন্ন মৌসুমের বিপিএল বেশ জমজমাট হবে বলেই ধারণা করা যাচ্ছে।