1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন

বোতলে মিলল ১৩৫ বছর আগের চিঠি

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার মর্নিংসাইড এলাকার একটি বাড়িতে পানির পাইপ মেরামতে যান পিটার অ্যালান (৫০) নামের এক মিস্ত্রি। বাড়ির মেঝের এক অংশ কাটার পর সেখানে তিনি একটি হুইস্কির বোতল পান।

বোতলের ভেতরে ছিল একটি চিঠি, যা ১৩৫ বছরের পুরনো বলে জানা গেছে।

বিষয়টি বাড়ির মালিক ইলিদ স্টিম্পসনকে জানান পিটার।

পরে চিঠি পড়তে হাতুড়ি দিয়ে বোতলটি ভাঙ্গা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির স্কটল্যান্ড প্রতিনিধিকে পিটার অ্যালান বলেন, কক্ষটি ১০ বাই ১৫ ফুটের।

বোতলটি যে সেখানে ছিল, তা আমি জানতাম না। পাইপ ওয়ার্ক খুঁজে পেতে আমি মেঝে কাটা শুরু করি। পরে বোতলটি দেখতে পাই। এটি আসলেই অবিশ্বাস্য।

অ্যালান জানান, বাড়িটি নির্মাণের সময় গৃহকর্মীদের থাকার জন্য নির্ধারিত একটি ছিল। সেখান থেকেই বোতলটি উদ্ধার করা হয়।

বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন ইলিদ স্টিম্পসন।

চিঠিতে দুই পুরুষ শ্রমিকের স্বাক্ষর ও তারিখ লেখা দেখা গেছে।

এতে লেখা আছে, ‘জেমস রিচি ও জন গ্রিভ এই মেঝে নির্মাণ করেছেন। কিন্তু তারা হুইস্কি পান করেননি। তারিখ: ১৮৮৭ সালের অক্টোবর ৬। ’

‘যদি কেউ বোতলটি খুঁজে পান, ভাবতে পারেন আমাদের ধুলো রাস্তার পাশে উড়ছে। ’

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com