নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল বিন রহমান তুর্জ।
শুক্রবার(১৮ নভেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে সংগঠনের সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি।
সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন প্রমুখ।
নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন শহীদুর রহমান, এএসএম শাসুদ্দোহা, এম এ কাশেম ও সওকত আজম, যুগ্ম সাধারণ সম্পাদক হন এমএ এলাহি শিমুল।