রাঙ্গুনিয়ায় ইনজেকশনের একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের জন্য সংরক্ষণ, ইনজেকশন ফ্রিজিং না করে বিক্রি করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় এন আই মোস্তফা ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্র বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম।
এছাড়াও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ক্ষেত্র বাজারের শতাব্দী ও এসপি জুয়েলার্স মালিককে ৩ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাদ্য পরিবেশন, মূল্য তালিকা সংরক্ষণ না করায় অতিথি সুইটস এর মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম সাংবাদিকদের বলেন, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বেশকিছু অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
পরে বাজার কমিটিকে ডেকে বাজার পরিচ্ছন্ন রাখাসহ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।