ডেক্স রিপোর্টঃ
আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা জিতে নিল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০তে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ইংলিশরা। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ ইংলিশদের খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেও মাঝারি স্কোর দিয়ে আটকানো যায়নি বিশ্বের অন্যতম সেরা দলটিকে। অভিজ্ঞ বেন স্টোকসের হার না মানা হাফসেঞ্চুরিতে ভর করে এক ওভার হাতে রেখেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।