1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

ধ্বসে পড়া সেতু ও আহতদের দেখতে গেলেন মোদি

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতীয় প্রধানমন্ত্রী গুজরাটে সফররত অবস্থায় মরবি শহরের মাছু নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতু ধ্বসে পড়ে। এ ঘটনায় নিহত হন ১৪১ জন।

ঘটনার দুদিন পার হওয়ার পর নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শন করলেন। এ সময় তার সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিষ সাংভি।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ১৪০ বছরের পুরনো সেতু ধ্বসের স্থানটি পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। তিনি যখন সেখানে পৌঁছন তখনও উদ্ধার কাজ চলছিল।

এ ছাড়া সেতু ধ্বসের কারণ অনুসন্ধানে প্রকৌশলী ও গুজরাত সরকারের আধিকারিকরা কাজ করছিলেন। মোদি তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল।

সেতু এলাকা পরিদর্শনের পর ওই ঘটনায় আহতরা যে হাসপাতালে ভর্তি, সেখানে যান ভারতীয় প্রধানমন্ত্রী। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী আসার খবরে হাসপাতাল কর্তৃপক্ষ রাতারাতি ভেতরকার অবস্থায় পাল্টে ফেলেন। হাসপাতালে নতুন রং করা হয়। বসানো হয় নতুন টাইলস। রোগীদের জন্য নতুন বিছানা ও ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয়।

রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ছয় মাস বন্ধ রাখার পর খুলে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি। নতুন করে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়ার চারদিন পরই সেটি ধ্বসে যায়। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর উদ্বোধন হয়েছিল। সেতুটি মোটে ১০০ জন ধারণক্ষমতার হলেও সেটিতে ঘটনার সময় অন্তত পাঁচশ জন উঠেছিলেন পূজার জন্য।

রোববারের ঘটনা তদন্তে উচ্চপদস্থ কমিটি গঠন করেছে গুজরাট সরকার। এ ছাড়া রোববারের ঘটনায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।

সূত্র: দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com