ডেক্স রিপোর্টঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকটি এক জনসভায় রুপান্তরিত হয়। রবিবার বিকেলে আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উঠান
বৈঠকে সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আলমগীর । স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহেদুল ইসলাম(সোহেল)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান।এছাড়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ্যাডঃ শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ ,সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী,সুবল চন্দ্র দেবনাথ প্রমূখ।
মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আগামী ২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।