নিজস্ব প্রতিবেদকঃ
মধ্যরাতে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক ভবঘুরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় এ খাবার বিতরণ করা হয়।
এ সময় বরিশাল নদী বন্দর, নথুল্লাবাদ বাস টার্মিনাল, রুপাতলী বাস টার্মিনাল,ডিসি ঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্র-অসহায়-ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন মানুষদের হাতে রাতের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও এনডিসি মো. মুশফিকুর রহমান এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র অসহায় ভবঘুরে মানুষের মাঝে খাবারের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিত্রাংয়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই উদ্যোগ চলবে।