স্পোর্টস ডেস্কঃ
কয়েকদিন পরেই মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এর আগেই দিয়াগো ম্যারাডোনার সম্মানে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-রোনালদিনহোরা।
পোপ ফ্রান্সিস ফাউন্ডেশনের আয়োজনে ‘ম্যাচ পর পিচ’ শিরোনামে অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচটি।
আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।
সেখানে আর্জেন্টাইন সুপারস্টার মেসি ছাড়াও খেলবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এছাড়া কোচ হিসেবে থাকবেন হোসে মরিনিয়ো।
সোমবার (১০ অক্টোবর) ‘উই প্লে ফর পিস’ প্ল্যাটফর্মে ম্যাচটিতে নিজেদে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন রোমার কোচ মরিনিয়ো। বিশ্বকাপের প্রায় এক সপ্তাহ আগে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সম্মানেই আয়োজন করা হচ্ছে ‘ম্যাচ পর পিচ’।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম শাহাদাত, যুগ্ম-সম্পাদকঃ তালুকদার আল-আমিন, নির্বাহী সম্পাদকঃ তামান্না রহমান , ব্যবস্থাপনা সম্পাদকঃ আশিকুর রহমান খান ,সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ যজ্ঞেশ্বর দত্ত , আইন উপদেষ্টাঃ এ্যাডঃ রাশিদা আক্তার শিরিন, বার্তা সম্পাদকঃ মোঃ মনিরুজ্জামান।