নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালেও নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহানবমী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বরিশালের বিভিন্ন মন্ডপে চন্ডিপাঠের মধ্য দিয়ে নবমী পূজা শুরু হয়।
তারা দেবীর দুর্গার আরাধনা করেন এবং অঞ্জলী দেন। ভক্তরা রোগ ব্যাধি এবং সকল অশুভ শক্তি বিনাশ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। বেলা ১২টায় মহানবমী শেষ হয়।
এবার বরিশাল জেলায় ৬শ এবং মহানগরে ৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। বুধবার বিজয় দশমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে বলে জানিয়েছেন পুরোহীত পলাশ চক্রবর্তী।